ঘাটাইলে অষ্টকালীন লীলা কীর্তন শুরু

ঘাটাইলে অষ্টকালীন লীলা কীর্তন শুরু

ঘাটাইল সংবাদদাতা : ভক্তিই বল নামই সম্বল এই সত্য কে সামনে রেখে টাঙ্গাইলের ঘাটাইলে ২৪ প্রহর ব্যাপি শ্রী শ্রী তারকব্রহ্ম মহানাম যজ্ঞানুষ্ঠান অষ্টকালীন লীলা কীর্তন শুরু হয়েছে।

সোমবার (৯ ফেব্রুয়ারী) অধিবাসের মধ্য দিয়ে এ অনুষ্ঠান শুরু হয়।

বাংলাদেশ হিন্দু বৈদ্য খ্রিষ্টান ঐক্য পরিষদ ঘাটাইল উপজেলা শাখা আয়োজিত শান্তিনগর সর্বজনীন শ্রী শ্রী হরিমন্দির প্রাঙ্গণে অনুষ্ঠান সুচীর মধ্যে শ্রীমৎ ভাগবত পাঠ, শুভ অধিবাস, কুঞ্জ সেবা, নগর কির্তন, কুঞ্জ ভঙ্গ, দধিমঙ্গলও মহন্তবিদায় । শ্রীমৎ ভাগবত গীতা পাঠ করেন শ্রী অমুল্য চন্দ্র দেব নাথ।

মধুর হরিনাম পরিবেশনায় থাকবে গোপালগঞ্জ দীপ্তিরানী সম্প্রদায়, খুলনা নিত্যানন্দ সম্প্রদায়, সাতক্ষিরা আদি নন্দগোপাল সম্প্রাদায়, গোপালগঞ্জ রাধা অষ্টসখী সম্প্রাদায়, হরিমন্দিও সম্প্রাদায়, গৌর হরি সম্প্রাদায় হরিসভা সংঘ, লীলা কির্তন পরিবেশন করবেন উত্তম কুমার সাহা, নরোত্তত দাস, কবিতা রানী (সুখী)।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *