অপারেশন ডেভিল হান্টে শ্রীপুরে যারা গ্রেপ্তার হয়েছেন

অপারেশন ডেভিল হান্টে শ্রীপুরে যারা গ্রেপ্তার হয়েছেন

শ্রীপুর সংবাদদাতা : অপারেশন ডেভিল হান্টে গাজীপুরের শ্রীপুর উপজেলা যুবলীগের সহ-সভাপতিসহ আওয়ামী লীগের মোট ১০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রবিবার (৯ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে তাদের সবাইকে আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জয়নাল আবেদীন মন্ডল।

এর আগে শনিবার (৮ ফেব্রুয়ারি) রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, শ্রীপুর উপজেলা যুবলীগের সহ-সভাপতি নাজিম উদ্দিনের ছেলে মিলন আহমেদ (৪৫), কাওরাইদ ইউনিয়ন (৯ নং ওয়ার্ড) আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মৃত আলফাজ উদ্দিনের ছেলে হালিম উদ্দিন (৬০), আওয়ামী লীগ কর্মী তেলিহাটি ইউনিয়নের টেংরা গ্রামের আয়নাল হকের ছেলে মেহেদী হাসান বাপ্পি (২৮), ৬ নং ওয়ার্ড শ্রমিক লীগের সাবেক সভাপতি টেংরা (দক্ষিণ পাড়া) গ্রামের নুরুল ইসলামের ছেলে স্বপন শাজাহান (৩৮), উজিলাব গ্রামের আব্দুল মান্নান মোল্লার ছেলে আহমদ হোসেন মোল্লা, মাটিয়াগাড়া গ্রামের আব্দুর রশিদ সিদ্দিকের ছেলে মজিবুর রহমান, বরমী ইউনিয়নের দুর্লভপুর গ্রামের শহিদুল্লাহর ছেলে আওয়ামী লীগ কর্মী সজিব (২৭), ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক (২ নং ওয়ার্ড) লাকচতল গ্রামের মৃত হাফিজ উদ্দিনের ছেলে আবু ইউসুফ (২৪), গোসিংগা ইউনিয়নের আওয়ামী লীগ সভাপতি (৩ নং ওয়ার্ড) বাউনী গ্রামের মৃত হাফিজ উদ্দিনের ছেলে আব্দুল আল মামুন (৫৯) ও মাওনা ইউনিয়নের বেতজুরি গ্রামের আব্দুল মান্নানের ছেলে মোয়াজ্জেম হোসেন(৩৫)।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি জয়নাল আবেদীন মন্ডল বলেন,‘ বিশৃঙ্খলা সৃষ্টি ও অপরাধমূলক কাজের সাথে জড়িত থাকার অভিযোগে ১০জনকে গ্রেপ্তার করা হয়েছিল। রোববার তাদেরকে আদালতে পাঠানো হয়েছে। শৃঙ্খলা বজায় রাখতে এ ধরনের অপারেশন নিয়মিত চলবে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *