শ্রীপুর সংবাদদাতা : গাজীপুরের শ্রীপুরে গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত এক নারী আসামি ধরতে গিয়ে থানার উপপরিদর্শকসহ হামলার শিকার হয়েছেন তিন পুলিশ সদস্য।
শনিবার (১ ফেব্রুয়ারি) দুপুরের দিকে উপজেলার মাওনা ইউনিয়নের বেদজুরি পুরান বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সিআর মামলা নং ৮০৮/২৪ এনআই অ্যাক্ট (১৩৮) ধারার মামলায় গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি ধরতে শনিবার দুপুরে ওই পুরান বাজার এলাকায় যান শ্রীপুর থানা পুলিশের একটি দল।
এ সময় আসামি দেলোয়ার হোসেনের স্ত্রী মনিকাকে আটক করা হয়। পরে সিএনজি দিয়ে থানায় নিয়ে আসার পথে পুলিশের ওপর হামলা চালায় আসামির স্বজনরা।
পুলিশের ওপর হামলাকারীরা হলেন, উপজেলার বেদজুরি পুরান বাজার এলাকার কাসুম আলীর ছেলে সাইদ, দেলোয়ার, আনোয়ার ও একই এলাকার সুলাইমানের ছেলে রোকনসহ অজ্ঞাত আরও ১০/১২ জন।
সুত্র আরও জানায়, এ ঘটনায় আসামির স্বজনরা পুলিশের ওপর হামলার পর তাদের ব্যবহৃত সিএনজিতে ভাঙচুর চালিয়েছেন।
এরপর আসামিকে ছিনিয়ে নেন। এতে এসআই মিজানুর রহমানসহ তিন পুলিশ সদস্য আহত হন। সংবাদ পেয়ে পুলিশের একাধিক দল ঘটনাস্থল থেকে এসআই মিজানুর রহমানসহ তিন পুলিশ সদস্যকে উদ্ধার করে।
তবে এ ঘটনায় কাওকে আটক করতে পারেনি পুলিশ।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন মন্ডল বলেন, মামলার গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি ধরতে গিয়ে হামলার শিকার হয়েছে পুলিশ সদস্যরা। এ ঘটনায় তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।