টাঙ্গাইল প্রতিনিধি : যুবদল কেন্দ্রীয় সংসদের সাবেক সভাপতি ও কেন্দ্রীয় বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকুর পক্ষ থেকে টাঙ্গাইলের দাইন্যা ইউনিয়নে সুবিধা বঞ্চিত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
আজ বৃহস্পতিবার (৯ জানুয়ারী) দুপুরে সদর উপজেলার দাইন্যা ইউনিয়নের বিন্যাফৈর স্কুল মাঠে টাঙ্গাইল জেলা মহিলাদলের সাবেক সাধারন সম্পাদক এডভোকেট মমতাজ করিম এ শীতবস্ত্র বিতরণ করেন।
অনুষ্ঠানে চার শতাধিক অসহায় শীতার্তদের মাঝে এ শীতবস্ত্র বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আশরাফ পাহেলী, বিএনপি নেতা ও অত্র ইউনিয়নের সাবেক চেয়ারম্যান লাভলু মিয়া লাবু, জেলা যুবদলের যুগ্ম আহবায়ক আব্দুল্লাহেল কাফী সাহেদ, যুবদল নেতা শাতীল, যুবদল নেতা জাহিদ হোসেন মালা, কবীর হোসেন, তানভীর হাসান সজল, জেলা ছাত্রদলের সাবেক সাধারন সম্পাদক নুরুল ইসলাম, আজাদ মিয়া, মহিলাদল নেত্রী পারুল, সোনিয়া হামজা ও নাসরিন আজাদ প্রমূখ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন থানা ছাত্রদলের যুগ্ম আহবায়ক আব্দুল আলিম।
এসময় বিএনপি ও এর অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।