টাঙ্গাইলে মওলানা ভাসানীর ১৪৪ তম জন্মবার্ষিকী পালিত

টাঙ্গাইলে মওলানা ভাসানীর ১৪৪ তম জন্মবার্ষিকী পালিত


টাঙ্গাইল সংবাদদাতা :
 নানা কর্মসূচির মধ্য দিয়ে টাঙ্গাইলের সন্তোষে মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানীর ১৪৪তম জন্মবার্ষিকী পালিত হয়েছে।

বৃহস্পতিবার সকাল ১০ টায় মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় পরিবারের পক্ষ থেকে মাওলানা ভাসানীর মাজারে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পুষ্পস্তবক অর্পণ শেষে দোয়া ও মোনাজাত করা হয়।

এরপর মওলানা ভাসানীর পরিবার, মওলানা ভাসানী স্মৃতিসৌধ ব্যবস্থাপনা কমিটি, বিশ্ববিদ্যালয় অফিসার্স অ্যাসোসিয়েশন, ভাসানী পরিষদ, বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি (ন্যাপ ভাসানী) ও বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসস্থ বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষ থেকেও পৃথক পৃথকভাবে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

পুষ্পস্তবক অর্পণ শেষে মাজার প্রাঙ্গণে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করে মাওলানা ভাসানী ফাউন্ডেশন।

অনুষ্ঠানে ভাসানী ফাউন্ডেশনের চেয়ারম্যান খন্দকার নাজিম উদ্দিনের সভাপতিত্বে ও সংগঠনের মহাসচিব মাহমুদুল হক সানু’র সঞ্চালনায়
প্রধান অতিথির বক্তব্য রাখেন মাওলানা ভাসানী ফাউন্ডেশনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা হামিদুল হক মোহন।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপদেষ্টা খান মোহাম্মদ খালেদ, মাওলানা ভাসানী ডিগ্রি কলেজ এর অধ্যক্ষ মো. দেলোয়ার হোসেন, সৈয়দ ইরফানুল বারী,
মওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কোচ টিচার সৈয়দা উসতুআনা হান্নানা প্রমূখ।

বক্তারা মওলানা ভাসানীর স্মৃতিচারণ ও রাজনৈতিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।

তিনি ১৮৮০ সালের ১২ ডিসেম্বর সিরাজগঞ্জের ধানগড়া গ্রামে জন্মগ্রহণ করেন।

১৯৭৬ সালের ১৭ নভেম্বর ঢাকার পিজি হাসপাতালে (বর্তমানে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়) চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।

পরে টাঙ্গাইলের সন্তোষে তাকে চিরনিদ্রায় শায়িত করা হয়

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *