টাঙ্গাইল সংবাদদাতা : টাঙ্গাইলে বীর মুক্তিযোদ্ধা আতোয়ার রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টে ফাইনালে সুমন একাদশ টাইব্রেকারে ৫-৪ গোলে ছোটন একাদশকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে।
শনিবার গালা ইউনিয়নের রসুলপুর বাছিরন নেছা উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত বীর মুক্তিযোদ্ধা আতোয়ার রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তানভীর আহমেদ।
সোসাইটি ফর সোসাল সার্ভিস (এসএসএস) এর সিনিয়র পরিচালক (মানব সম্পদ) মাহবুবুল হক ভূঁইয়ার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ, সহ-সভাপতি কাজী জাকেরুল মওলা ও সাধারণ সম্পাদক নাসির উদ্দিন, গালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলাম, রসুলপুর বাছিরন নেছা উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক নিবারন চন্দ্র দাস ও বর্তমান প্রধান শিক্ষক আবদুল মান্নান সরকার, হাজী দেলোয়ার হোসেন ও বীর মুক্তিযোদ্ধা আতোয়ার রহমানের ছেলে আনিসুর রহমান উজ্জল উপস্থিত ছিলেন।
সুমন একাদশ ও ছোটন একাদশের তীব্র প্রতিদ্বন্দীতাপূর্ন ফুটবল খেলাটি নির্ধারিত সময়ে গোলশূণ্য ড্র সরাসরি টাইব্রেকারে সুমন একাদশ ৫-৪ গোলে ছোটন একাদশকে হারিয়েছে। খেলায় সেরা ফুটবলার নির্বাচিত হয় আলফাজ। পুরষ্কার বিতরনী অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন সাখাওয়াত পারভেজ সোহাগ।
টুর্নামেন্ট পরিচালনায় কমিটির সভাপতি ছিলেন শামসুল হক খেপু।