অনলাইন ডেস্ক : সুনামগঞ্জের দিরাই উপজেলায় স্বপ্নচূড়া স্পোর্টিং ক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য মৌ রানী দাস নামে এক নারী ফুটবলারের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৭ নভেম্বর) সকালে ভাঙ্গাডহর গ্রামের নিজ বাড়িতে এ ঘটনা ঘটে।
মৌ রানী দাস (১৭) উপজেলার তাড়ল ইউনিয়নের ভাঙ্গাডহর গ্রামের সুষেন দাসের মেয়ে। তার বাবা সুষেন দাস বলেন, মৌ বৃহস্পতিবার সকালে ঘুম থেকে উঠে পরিবারের সবার সঙ্গে সকালের নাস্তা করেছে।
আরও পড়ুন
শ্রেষ্ঠত্বের মুকুট নিয়ে দেশে ফিরলেন সাফজয়ী নারী ফুটবলাররা
এ সময় আমিও হাওরে ক্ষেতে (জমিতে) কাজ করতে যাই। পরে সকাল ১০ টার দিকে মেয়ের এমন মৃত্যুর সংবাদ শুনে আমি বাকরুদ্ধ হয়ে পড়ি।
তিনি বলেন, আমার মেয়ের খুব স্বপ্ন ছিল সে একজন জাতীয় ফুটবলার হবে। তার স্বপ্নপূরণে আমিও যথাসাধ্য চেষ্টা করছিলাম। কিন্তু স্বপ্ন পূরণের আগেই আমার মেয়ে ওপারে চলে গেল।
দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ আব্দুর রাজ্জাক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘরের তীরের সঙ্গে ঝুলন্ত অবস্থায় মৌ এর লাশ পাওয়া যায়। মরদেহটি উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরির পর সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।