উপজেলা আওয়ামী লীগের সভাপতি গাউস আটক

উপজেলা আওয়ামী লীগের সভাপতি গাউস আটক

টাঙ্গাইল সংবাদদাতা : বাসাইলে উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাজি মতিয়ার রহমান গাউসকে আটক করেছে সেনাবাহিনী।

শনিবার রাত ৮টার দিকে তার নিজ বাড়ি বাসাইল দক্ষিণপাড়া এলাকা থেকে আটক করা হয়।

আটক হাজি মতিয়ার রহমান গাউস বাসাইল দক্ষিণপাড়া এলাকার আব্দুল কাদের মিয়ার ছেলে।

আরও পড়ুন
টাঙ্গাইলে নারী উদ্যোক্তাকে ধর্ষণ চেষ্টায় ব্যর্থ হয়ে মারধর লুটপাট

জানা গেছে, নাশকতামূলক গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাত ৮টার দিকে সেনাবাহিনীর একটি টিম বাসাইল দক্ষিণপাড়া এলাকায় অভিযান পরিচালনা করেন।

এ সময় হাজি মতিয়ার রহমান গাউসের বাড়ি ঘেরাও করে সেনাবাহিনী। পরে তাকে আটক করে জিজ্ঞাসাবাদের জন্য সেনাক্যাম্পে আনা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাকে রাত ১০টার দিকে বাসাইল থানায় হস্তান্তর করা হয়।

আরও পড়ুন
পরকিয়ার বলি হয়ে টাঙ্গাইলে গৃহবধুর আত্মহত্যা

বাসাইল উপজেলা সেনাক্যাম্পের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মেজর শেখ ইসতিয়াক উদ্দিন বলেন, নাশকতামূলক কর্মকাণ্ডে সম্পৃক্ততা থাকার কারণে তাকে গ্রেফতার করা হয়। পরে তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *