জেলা প্রশাসনের উদ্যোগে লৌহজং নদী পরিস্কার ও পার উন্নয়ন পরিদর্শন

জেলা প্রশাসনের উদ্যোগে লৌহজং নদী পরিস্কার ও পার উন্নয়ন পরিদর্শন

টাঙ্গাইল সংবাদদাতা : টাঙ্গাইল লৌহজং নদী পরিস্কার ও পার উন্নয়ন পরিদর্শন করেছেন টাঙ্গাইল জেলা প্রশাসক কায়সারুল ইসলাম।

শুক্রবার (১৫ মার্চ) সকালে এ পরিদর্শন করেন। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আইরিন আক্তার। সদর উপজেলা নির্বাহী অফিসার হাসান বিন মোহাম্মদ আলী, সদর উপজেলা চেয়ারম্যান শাজাহান আনসারী, মহিলা ভাইস চেয়ারম্যান শামীমা আক্তার, টাঙ্গাইল পৌরসভার সংরক্ষিত মহিলা কাউন্সিলর হোসনে আরা বিউটি ও লৌহজং নদী রক্ষা আন্দোলনের সদস্য ও সাংবাদিকবৃন্দ।

পরিদর্শনকালে নদীর দুইপারের সাধারন মানুষ জেলা প্রশাসকের এই মহত উদ্যোগকে সাধুবাদ জানিয়ে ফুল দিয়ে বরণ করে নেয়। এবং নদী যাতে দ্রুত তার নাব্যতা ফিরে পায় সেই আশা ব্যক্ত করেন।

এসময় জেলা প্রশাসক বলেন, নদী হচ্ছে রাষ্ট্রীয় সম্পদ, তাই এই লৌহজং নদীর দুই পাশে যারা অবৈধভাবে দখল করে বাড়ি-ঘর নির্মান করেছেন তারা স্বেচ্ছায় জাগা খালী করে দিবেন। আমরা আপনাদের সাথে নিয়েই কাজ করতে চাই। আমি কথা দিচ্ছি আপনার জমির কাগজপত্র আমরা যাচাই-বাচাই করে দেখবো সব ঠিক থাকলে এবং আপনার বৈধ জমিতে বাড়ি নির্মান করা থাকলে আমরা সেটাতে হাত দিবো না। আর যদি অবৈধ ভাবে নদী গ্রাস করে আপনারা বাড়ি নির্মান করে থাকেন তাহলে সেটা ভেঙ্গে ফেলা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *