জমে উঠেছে কালিহাতী প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন

জমে উঠেছে কালিহাতী প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন

টাঙ্গাইল সংবাদদাতা : দীর্ঘদিন পর টাঙ্গাইলের কালিহাতী উপজেলা প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচনকে ঘিরে বিরাজ করছে উৎসবমুখোর পরিবেশ।

আনন্দঘন পরিবেশে জমে উঠেছে প্রার্থীদের প্রচারণা। আগামী ২৪ফেব্রুয়ারি শনিবার অনুষ্ঠিত হবে এ নির্বাচন।

গণমাধ্যম ব্যক্তিদের এ নির্বাচনকে ঘিরে সরব রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও সচেতন মহল।

নির্বাচনে একটি প্যানেল থাকলেও একাধিক প্রার্থী রয়েছে বেশিরভাগ পদে।

২০২৪-২৫ মেয়াদের নির্বাচনের আর মাত্র বাকি ৫ দিন। দিন যত ঘনিয়ে আসছে নির্বাচনের পরিবেশ ততই জমজমাট হয়ে উঠছে।

শেষ সময়ে ভোটারদের দ্বারে-দ্বারে ঘুরে ব্যস্ত সময় পার করছে প্রার্থীরা। দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। নির্বাচনে লড়াই হবে হাড্ডা-হাড্ডি।

নির্বাচনে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন-বর্তমান কমিটির সভাপতি তারেক আহমেদ (দৈনিক যুগান্তর) প্রেসক্লাবের সাবেক সভাপতি মো. রশীদ আহমেদ আব্বাসী (দৈনিক জবাবদিহি),
রঞ্জণ কৃষ্ণ পন্ডিত (দৈনিক আলোকিত বাংলাদেশ) এবং প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক দাস পবিত্র (বাংলা টিভি)।

সহ-সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন-কামরুল হাসান মিয়া (ডেইলি অবজারবার),
আতাউর রহমান (ভোরের দর্পণ), রাইসুল ইসলাম লিটন (দৈনিক যায়যায়দিন) ও আনিছুর রহমান শেলী (স্বাধীন মত)।

সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন, মুশফিকুর রহমান মিল্টন ( দৈনিক মানব কন্ঠ),
মুনসুর হেলাল বাদশা (প্রতিদিনের সংবাদ) ও সুমন ঘোষ (নিউজ মেইল)।

যুগ্ম সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন, সোহেল রানা (বাংলাদেশ বুলেটিন),
আব্দুস সাত্তার (দৈনিক ভোরের পাতা) মনির হোসেন (সময়ের কাগজ) ও লতিফ তালুকদার (আজকের দর্পণ)।

কোষাধক্ষ পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন, মেহেদী হাসান চেীধুরী মৃদুল ( আনন্দ টিভি) ও সাইদুর রহমান সমীর (স্বাধীন বাংলা)।

দপ্তর ও পাঠাগার সম্পাদক সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন-শাহীন আলম ( দৈনিক মানবজমিন) ও শরিফুল ইসলাম (আমার সংবাদ)।

ক্রীড়া সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন, নুর নবী রবিন (বাংলাদেশের আলো) ও জাহাঙ্গীর আলম (টাঙ্গাইল প্রতিদিন)।

সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন, শামীম আল মামুন (খোলা কাগজ) ও হারুণ অর রশীদ (বাংলাদেশ সমাচার)।

কার্যনির্বাহী সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন, মীর আনোয়ার হোসেন (সমকাল), মনিরুজ্জামান মতিন (আলোকিত প্রতিদিন),
শাহ আলম (মজলুমের কন্ঠ) আবুল কালাম (ভোরের কাগজ), গৌরাঙ্গ চন্দ্র বিশ্বাস (অপরাধ কন্ঠ) ও হুমায়ুন কবির (যুগধারা)।

আগামী ২৪ ফেব্রুয়ারি বেলা ২টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত ভোট গ্রহন চলবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার নাসির উদ্দিন।

কালিহাতী প্রেসক্লাবে এবারের নির্বাচনে মোট ভোটার সংখ্যা ৩৬ জন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *