টাঙ্গাইল সংবাদদাতা : সরকারের পদত্যাগ, নেতাকর্মীদের মুক্তি ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসুচীর অংশ হিসেবে ‘দেশ বাঁচাও, মানুষ বাঁচাও’ শ্লোগানে লিফলেট বিতরণ করেছে টাঙ্গাইল শহর ও ইউনিয়ন বিএনপির নেতাকর্মীরা।
আরও পড়ুন
টাঙ্গাইলে বিএনপির লিফলেট বিতরণ
সোমবার দুপুরে টাঙ্গাইল শহর ও বিভিন্ন ইউনিয়ন ঘুরে জনসাধারণের মাঝে এ লিফলেট বিতরণ করা হয়। লিফলেটে নিত্যপ্রয়োজনীয় দ্র্রব্যাদির সীমাহীন মূল্য বৃদ্ধির চিত্র, দুর্নীতি, নির্বাচন, মামলা-হামলা ও গ্রেফতারের সংক্ষিপ্ত বিবরণ তুলে ধরা হয়েছে।
আরও পড়ুন
টাঙ্গাইলে সদর উপজেলা বিএনপির লিফলেট বিতরণ
এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারন সম্পাদক এডভোকেট ফরহাদ ইকবাল, শহর বিএনপির সভাপতি মেহেদী হাসান আলীম, সাধারন সম্পাদক এজাজুল হক সবুজ, সদর উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি হাদিউজ্জামান সোহেল সহ-সভাপতি মামুন সরকারসহ বিএনপির অসংখ্য নেতাকর্মী এ লিফলেট বিতরণে অংশগ্রহন করেন।