মাভাবিপ্রবিতে ৬ষ্ঠ বার্ষিক এ্যাথলেটিস প্রতিযোগিতা অনুষ্ঠিত

মাভাবিপ্রবিতে ৬ষ্ঠ বার্ষিক এ্যাথলেটিস প্রতিযোগিতা অনুষ্ঠিত

টাঙ্গাইল সংবাদদাতা : টাঙ্গাইলে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ৬ষ্ঠ বার্ষিক এ্যাথলেটিস প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সকাল ১০টায় জাতীয় পতাকা ও বিশ্ববিদ্যালয় পতাকা উত্তোলন এবং বেলুন উড়িয়ে এ্যাথলেটিস প্রতিযোগিতার উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের ভাইসচ্যান্সেলর প্রফেসর ড. মোঃ ফরহাদ হোসেন। এসময় প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এ আর এম সোলাইমান সাথে ছিলেন।

রবিবার ও সোমবার অনুষ্ঠিত এ্যাথলেটিস প্রতিযোগিতার ২৮টি ইভেন্টে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ অংশগ্রহণ করেন।

প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *