গাজীপুরের শ্রীপুরে আওয়ামী লীগ নেতার বাড়িতে গুলি ও অগ্নিসংযোগ

গাজীপুরের শ্রীপুরে আওয়ামী লীগ নেতার বাড়িতে গুলি ও অগ্নিসংযোগ

শ্রীপুর সংবাদদাতা : গাজীপুরের শ্রীপুর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নূরে আলম মোল্লার বাড়িতে দুর্বৃত্তদের গুলি ও আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। সোমবার রাত পৌনে ৩টায় শ্রীপুর পৌরসভার দক্ষিণ ভাংনাহাটি গ্রামে নূরে আলম মোল্লার বাড়িতে এ ঘটনা ঘটে।

খবর পেয়ে সিনিয়র সহকারী পুলিশ সুপার (কালিয়াকৈর সার্কেল) আজমীর হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

শ্রীপুর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নূরে আলম মোল্লা জানান, সোমবার দিবাগত রাত সোয়া ১২টার সময় তাকে একটি মোবাইল থেকে ফোন করে পার্শ্ববর্তী বৈরাগীর চালা গ্রামের আক্তার খান মেরে ফেলার হুমকি দেন।

নুরে আলম মোল্লার অভিযোগ এবং সিসি ফুটেজে দেখা যায়, ওই রাত পৌনে ৩টার সময় ২টি মোটরসাইকেলযোগে ৫ জন দুষ্কৃতকারী প্রবেশ করে উপর্যুপরি ৮৯ রাউন্ড গুলি ছুড়ে। এ সময় বাড়ির বারান্দার লোহার গেট ভাঙতে না পেরে দুটি বোতল থেকে পেট্রল ছিটিয়ে দিয়াশলাই দিয়ে আগুন ধরিয়ে দেয়। দুর্বৃত্তের দেওয়া আগুনে বারান্দায় থাকা বেশ কিছু পাখি পুড়ে মারা গেছে এবং আসবাবপত্র পুড়ে গেছে।

শ্রীপুর থানার অফিসার ইনচার্জ মো. শাহজামান জানান, খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং সিনিয়র সহকারী পুলিশ সুপার (কালিয়াকৈর সার্কেল) আজমীর হোসেনসহ ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। ঘটনাস্থল থেকে ৫ রাউন্ড গুলির খোসা এবং বেশ কয়েকটি গুলির পিতলের অংশ জব্দ করা হয়েছে। সিসি ফুটেজ সংগ্রহ করা হয়েছে, তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *